ছয় দফা দাবিতে সিলেটে পরিবহণ শ্রমিকদের ধর্মঘটের হুমকি

Passenger Voice    |    ১১:৪৫ এএম, ২০২১-১০-১০


ছয় দফা দাবিতে সিলেটে পরিবহণ শ্রমিকদের ধর্মঘটের হুমকি

ছয় দফা দাবিতে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (০৯ অক্টোবর) দুপুরে নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছয় দাবি আদায় না হলে সোমবার সিলেটে বাস ধর্মঘটের হুমকি দিয়েছেন পরিবহণ শ্রমিকরা।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মুহিমের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনের কার্যকরী সভাপতি রুনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল প্রমুখ।  ২৬ সেপ্টেম্বর শ্রমিকদের ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসককে দেওয়া হয়।

আরো পড়ুন: অত্যাবশ্যক পরিষেবায় অবৈধ ধর্মঘট ডাকলে চাকরিচ্যুতি-কারাদণ্ড

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, ট্রাফিক পুলিশের অযথা হয়রানি বন্ধ, সিলেটে পার্কিং এলাকা না থাকার পরও পার্কিং মামলা বন্ধ ও দুর্ঘটনা কবলিত গাড়ি ছাড়া রেকারিং বিল আদায় বন্ধ, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি ট্রাফিক) ফয়ছল মাহমুদ, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি ট্রাফিক) ও সার্জেন্ট নুরুল আফছারকে প্রত্যাহার, মেয়াদ উত্তীর্ণ লামাকাজি সেতু, শেওলা সেতু, শেরপুর সেতু, ফেঞ্চুগঞ্জ সেতুতে টোল আদায় বন্ধ এবং শাহপরাণ সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ, বিআরটিএ সিলেট অফিসে শ্রমিক হয়রানি বন্ধ ও নবায়নকৃত ড্রাইভিং লাইসেন্স তিন মাসের মধ্যে ও নতুন লাইসেন্স ছয় মাসের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

মানববন্ধন শেষে  এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিলেটে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।

সভাপতির বক্তব্যে ময়নুল ইসলাম বলেন, দাবির পাশাপাশি তিন বছর আগে শেরপুরে সড়ক দুর্ঘটনায় একটি ছাত্র নিহতের ঘটনায় জেলে বন্দি শ্রমিকদের মুক্তি দিতে হবে ও গাড়ির ডাবল আয়কর বন্ধ করতে হবে।

জেলা প্রশাসককে স্মারকলিপি পাঠানো হলেও প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণে কোন উদ্যোগ নেওয়া হয়নি।

দাবিগুলো পূরণ না হলে আগামী ১১ অক্টোবর সিলেটে বাস ধর্মঘট পালন করতে বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন বাধ্য থাকবে।